ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

চট্টগ্রামের তিন থানায় বড় ধরনের রদবদল

২০২৫ জুলাই ০৭ ১৯:৪২:৫২
চট্টগ্রামের তিন থানায় বড় ধরনের রদবদল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের তিনটি থানায় পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এর মধ্যে পটিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুরুজ্জামান। সোমবার জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী,বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ারকে চন্দনাইশ থানায় বদলি করা হয়েছে।চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামানকে পটিয়া থানায় ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পটিয়ার নতুন ওসি মো. নুরুজ্জামান সাংবাদিকদের বলেন,“আমি সদ্য পটিয়া থানায় যোগদান করেছি। এই দায়িত্বে থাকাকালীন সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব— ইনশাআল্লাহ।”

সম্প্রতি পটিয়া থানায় ছাত্রদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতির জেরে এই রদবদল আনা হয় বলে জানা গেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাঙামাটি জেলা সহ-সভাপতি দীপঙ্কর দে-কে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যাপক যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্ররা তিনজন পুলিশ কর্মকর্তার প্রত্যাহার ও শাস্তির দাবি জানান:

তৎকালীন ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর

এসআই মোহাম্মদ আসাদুজ্জামান

অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলাম

পরে ছাত্রদের আল্টিমেটামের ভিত্তিতে:

ওসি নাজমুন নুরকে প্রত্যাহার করা হয়েছে

এসআই আসাদুজ্জামানকে মিরসরাই থানায় বদলি করা হয়েছে

এই রদবদলকে চট্টগ্রামের পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা রক্ষায় এসব পরিবর্তনের ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্ট মহল।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে