ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

হাফ প্যান্ট পরা ছবি নিয়ে যা বললেন তাসনিম জারা

২০২৫ জুলাই ০৭ ১০:৪৮:৩২
হাফ প্যান্ট পরা ছবি নিয়ে যা বললেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ছবিটিতে তাকে হাফ প্যান্ট পরা অবস্থায় দেখা যায়, যা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয় অনলাইনে।

তবে ডা. তাসনিম জারা নিজেই এক ফেসবুক পোস্টে বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন,“পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে তা এডিট করা। এটি আসল নয় এবং আমার সম্মানহানির উদ্দেশ্যেই ছড়ানো হয়েছে।”

এই অভিযোগের ভিত্তিতে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার টিম একটি অনুসন্ধান পরিচালনা করে। তাদের প্রতিবেদন অনুযায়ী, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

রিউমর স্ক্যানারের বিশ্লেষণে জানা যায়, ভাইরাল ছবিটি আসলে ডা. তাসনিম জারার ফুল প্যান্ট পরা একটি মূল ছবি থেকে এডিট করে তৈরি করা হয়েছে। এডিটিংয়ের জন্য জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করা হয়, যা সাম্প্রতিক সময়ে ভুয়া ছবি তৈরি এবং গুজব ছড়ানোর ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে বলা হয়,“ছবিটিতে মূল কাঠামোর সঙ্গে অস্বাভাবিক অসঙ্গতি এবং ডিজিটাল ম্যানিপুলেশনের সুস্পষ্ট প্রমাণ রয়েছে।”

এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলেও, ভুয়া তথ্য ছড়ানো এবং সম্মানহানিকর কনটেন্ট প্রকাশের বিষয়ে সচেতনতা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, AI-নির্ভর ভুয়া ছবি বা ভিডিও ছড়িয়ে কারও ব্যক্তি-ইমেজ ক্ষতিগ্রস্ত করা ফৌজদারি অপরাধের আওতায় পড়তে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে