ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

মাস্কের রাজনৈতিক দল ঘোষণা নিয়ে যা বললেন ট্রাম্প

২০২৫ জুলাই ০৭ ১০:২১:০৯
মাস্কের রাজনৈতিক দল ঘোষণা নিয়ে যা বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন: বিশ্বখ্যাত উদ্যোক্তা ও প্রযুক্তি জগতের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক সম্প্রতি ঘোষণা দিয়েছেন নিজের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের। এ ঘোষণায় স্বভাবতই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি এক সময় মাস্কের ঘনিষ্ঠ মিত্র ছিলেন।

গতকাল রোববার ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন,“তৃতীয় একটি দল গঠনের চিন্তা একেবারেই হাস্যকর। আমেরিকার রাজনীতি বরাবরই দ্বিদলীয় ছিল, তৃতীয় দল কেবল বিভ্রান্তি বাড়াবে।”

এ বক্তব্যের পাশাপাশি ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ মাস্ককে লক্ষ্য করে লেখেন,“ইলন মাস্ককে এভাবে ‘লাইনচ্যুত’ হতে দেখে আমি দুঃখিত। গত পাঁচ সপ্তাহে তিনি কার্যত একটি ট্রেন দুর্ঘটনার মতো অবস্থায় পৌঁছেছেন।”

তিনি মাস্কের প্রস্তাবিত ইভি (ইলেকট্রিক ভেহিকল) ম্যান্ডেট নিয়ে সমালোচনা করে বলেন,“এই পরিকল্পনায় খুব অল্প সময়ের মধ্যে সবাইকে বৈদ্যুতিক গাড়ি কিনতে বাধ্য করা হতো।”

উল্লেখ্য, গত ৪ জুলাই ট্রাম্প যে নতুন কর ও ব্যয় পরিকল্পনায় স্বাক্ষর করেছেন, তাতে ইলেকট্রিক গাড়ির জন্য ট্যাক্স ছাড় বাতিল করা হয়েছে। ট্রাম্প জানান, তিনি বরাবরই এই বাধ্যতামূলক ইভি ব্যবস্থার বিরোধিতা করে এসেছেন।

“এখন মানুষ চাইলে গ্যাসচালিত, হাইব্রিড বা ভবিষ্যতের নতুন প্রযুক্তির যেকোনো গাড়ি কিনতে পারে। ইলেকট্রিক গাড়ি কেনা বাধ্যতামূলক নয়,” — বলেন ট্রাম্প।

নতুন বাজেটে সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা ও জ্বালানি উৎপাদনে বরাদ্দ বাড়ানো হলেও, স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা খাতে কাটছাঁট আনা হয়েছে। এই পরিকল্পনাকে তিনি আখ্যা দেন “বিগ বিউটিফুল বিল” নামে।

এক সময় ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ অংশ ছিলেন ইলন মাস্ক। তাকে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (DOGE)’–র প্রধান করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল সরকারি ব্যয় কমানো ও বাজেট সংস্কার। তবে গত মে মাসে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের টানাপড়েন শুরু হলে মাস্ক পদত্যাগ করেন।

সেই বিরোধের রেশ ধরেই মাস্ক ঘোষণা দেন নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কাজ করবে। গত শনিবার নিজের এক্স (Twitter-এর নতুন রূপ) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে দল গঠনের ঘোষণা দেন।

মাস্কের রাজনৈতিক যাত্রা এবং ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধ এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে