ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫
Sharenews24

হাসিনা রেহানা জয়সহ ১০০ জনকে নিয়ে গেজেট প্রকাশ

২০২৫ জুলাই ০৬ ১৮:৪৩:৪৭
হাসিনা রেহানা জয়সহ ১০০ জনকে নিয়ে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ছয় মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের বিস্তারিত গত ৩ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের স্বাক্ষরিত এই গেজেট বিজি প্রেস থেকে প্রকাশিত হয়। গেজেটে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে এবং আদালত মনে করছেন যে তারা গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেছেন।

তাই, ১৯৫৮ সালের ক্রিমিনাল ল' অ্যাক্টের ৬(১৩) ধারা অনুসারে, তাদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, তাদের অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন করা হবে। মামলার পটভূমি প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চলতি বছরের ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস এম রাশেদুল হাসান ছয়টি পৃথক মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ১০ মার্চ এসব মামলায় চার্জশিট জমা দেওয়া হয়। মামলার আসামি ও সংখ্যা বৃদ্ধি * উপপরিচালক সালাহউদ্দিনের মামলা: ১৪ জানুয়ারি শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে নতুন চারজন যুক্ত হয়ে চার্জশিটে আসামির সংখ্যা দাঁড়ায় ১২। এই মামলার তদন্ত করেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। * সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসানের মামলা: একই দিনে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে দুজন যুক্ত হয়ে চার্জশিটে আসামি হন ১৭ জন। * উপপরিচালক সালাহউদ্দিনের আরেক মামলা: ১৩ জানুয়ারি শেখ রেহানাকে প্রধান আসামি করে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে আরও দুজনসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেন আফনান জান্নাত কেয়া। * সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার মামলা: ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে আরও দুজন যুক্ত হয়ে চার্জশিটে আসামি হন ১৮ জন।

* সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসানের আরেক মামলা: একই দিনে রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে আরও দুজন যুক্ত হয়ে চার্জশিট দেওয়া হয় ১৮ জনের নামে। * আফনান জান্নাত কেয়ার শেষ মামলা: ১২ জানুয়ারি শেখ হাসিনা ও পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে আরও দুজন যুক্ত হয়ে মোট ১৮ জনের নামে চার্জশিট দেওয়া হয়। এই মামলায় ১৬ জনকে সাক্ষী রাখা হয়েছে।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে