ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫
Sharenews24

২০২৭ সালে জাতীয় শিক্ষাক্রমে বড় পরিবর্তন

২০২৫ জুলাই ০৬ ১৮:৩৬:৪৫
২০২৭ সালে জাতীয় শিক্ষাক্রমে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: সরকার ২০২৭ সাল থেকে দেশের শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন পরিমার্জিত এই কারিকুলাম ২০২৭ সালের মধ্যে ষষ্ঠ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই কারিকুলামের একটি প্রাথমিক কাঠামো প্রস্তুত করার লক্ষ্যে কাজ শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই পরিমার্জিত শিক্ষাক্রমে ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্দোলনের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে, নতুন কারিকুলামের ভিত্তি হিসেবে ২০১২ সালের সংস্করণ ব্যবহার করা হবে, নাকি ২০২২ সালের কারিকুলামকে সামনে রেখে পরিবর্তন করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণি দিয়ে নতুন শিক্ষাক্রমের কার্যক্রম শুরু করবে এবং পর্যায়ক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যন্ত তা বাস্তবায়ন করবে। উল্লেখ্য, ২০১২ সালের পুরনো কারিকুলাম বাস্তবায়নের জন্য ২০২৪ সাল থেকে নতুন পরিকল্পনা গৃহীত হলেও রাজনৈতিক পরিবর্তনের কারণে তা আবার পিছিয়ে গেছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবীর চৌধুরী জানিয়েছেন, দেশের মৌলিক চেতনা—দেশপ্রেম, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ—এগুলো অপরিবর্তিত থাকবে। তবে, বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষার পদ্ধতি ও বিষয়বস্তুর আধুনিকীকরণ ঘটবে। তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনের প্রতিফলন এই নতুন কারিকুলামে স্পষ্ট থাকবে।

এদিকে, গত ৪ জুন এক মতবিনিময় সভায় শিক্ষাবিষয়ক উপদেষ্টা সি আর আবরার জানান, নতুন শিক্ষাক্রমে প্রযুক্তি, অন্তর্ভুক্তি এবং মানসম্মত শিক্ষার বিষয়গুলো গুরুত্ব পাবে। তিনি আরও বলেন, মুক্ত চিন্তার ভিত্তিতে শিক্ষার উন্নয়নে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে কাজ চলছে।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে