ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫
Sharenews24

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নতুন তথ্য সামনে আনলেন জুলকারনাইন

২০২৫ জুলাই ০৬ ১৫:৪৬:০৩
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নতুন তথ্য সামনে আনলেন জুলকারনাইন

নিজস্ব প্রতিবেদক:চরমপন্থি উগ্র মতবাদ এবং সন্ত্রাসবাদী আদর্শের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় ৩৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের ঘটনায় নতুন তথ্য সামনে এনেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে তিনি গ্রেপ্তারকৃতদের একটি তালিকা প্রকাশ করেছেন।

জুলকারনাইন সায়েরের পোস্ট অনুযায়ী, মালয়েশিয়ার স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম ডিভিশন চলতি বছরের এপ্রিল, মে ও জুন—এই তিন মাস ধরে পৃথক অভিযানে মোট ৩৫ জন বাংলাদেশি এবং একজন ইন্দোনেশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। আটককৃত ৩৫ বাংলাদেশির তালিকা: পারভেজ মাহমুদ পাবেল, শরীফ উদ্দিন, রোহমান মোহাম্মদ হাবিবুর, সালেহ আহমেদ, মো. রাজ, জাহেদ আহমেদ, মোহাম্মদ মনসুরুল হক, মুহাম্মদ আবদুস সহিদ, মাহফুজ, ইমন মহিদুজ্জামান, আকরাম মো. ওয়াসিম, মিয়া মো. মতিন, নজরুল ইসলাম সোহাগ, রবিউল হাসান, শেখ সালাম, মোহাম্মদ রাজ মাহমুদ মন্ডল, আশরাফুল ইসলাম, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ আফসার ভূঁইয়া, ফয়সাল আলম, হোসেন শাহেদ, মো. আসিকুর বিশ্বাস, মো. সোয়ুন, মো. ইয়াসিন আলী, মোহাম্মদ পারভেজ মোশাররফ, মহিউদ্দিন, সাব্বির হোসেন, আবদুল্লাহ আল মামুন, মো. রফিকুল ইসলাম, মো. শাকিল মিয়া, আসাদুজ্জামান হোসেন, মো. সোহাগ রানা ও রায়হান আহমেদ।

অবৈধ অনুপ্রবেশ ও ফেরত পাঠানোর প্রক্রিয়া: অনুসন্ধানে জানা গেছে, আটককৃত ৩৫ জন বাংলাদেশির মধ্যে ১৪ জন মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করছিলেন। তাদের কাছে বৈধ কাগজপত্র না থাকায় ১৪ জনকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য। ইতিমধ্যে জাহেদ আহমেদ, ইমন মহিদউজ্জামান, আকরাম মো. ওয়াসিম, নজরুল ইসলাম, শেখ সালাম, এবং মো. রেদওয়ানুল ইসলামকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

তালিকায় থাকা বাকি আটজনকে আগামী ৭ আগস্ট বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ও তদন্ত: এছাড়া, তালিকার ১ থেকে ৫ নম্বরে থাকা ব্যক্তিদের মালয়েশিয়ার প্রচলিত প্রিভেনশন অব টেররিজম অ্যাক্টের আওতায় আটক করে চার্জ গঠন করা হয়েছে। অন্যদিকে, ২০ থেকে ৩৫ নম্বরের বাংলাদেশি নাগরিকদের একই অ্যাক্টের আওতায় আটক দেখিয়ে বিশদ তদন্ত চলছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশপ্রধান জানান, মালয়েশিয়া কর্তৃপক্ষ শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর মতাদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহকারী একটি চক্র ভেঙে দিয়েছে।

তিনি আরও জানান, এই চক্র আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেট ব্যবহার করে সিরিয়া ও বাংলাদেশে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের জন্য অর্থ পাঠাত। মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম ডিভিশন তাদের অর্থ সংগ্রহের প্রমাণ পেয়েছে।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে