ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫
Sharenews24

নতুন টাকা নিচ্ছে না মেট্রোরেল, যাত্রীদের দুর্ভোগ চরমে

২০২৫ জুলাই ০৫ ১৯:০৯:০১
নতুন টাকা নিচ্ছে না মেট্রোরেল, যাত্রীদের দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোরেলের ভেন্ডিং মেশিনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সম্প্রতি বাজারে ছাড়া নতুন সিরিজের টাকা এখনো গ্রহণযোগ্য নয়। ফলে যাত্রীদের টিকিট কাটতে সমস্যায় পড়তে হচ্ছে। এক মাসেরও বেশি সময় আগে বাজারে ছাড়া নতুন ৫০ ও ২০০ টাকার নোট ভেন্ডিং মেশিনে অকার্যকর হয়ে পড়েছে।

শনিবার সকালে ফার্মগেট স্টেশনে নতুন ৫০ টাকার নোট দিয়ে টিকিট কাটার চেষ্টা করেন মিঠু হক নামের এক যাত্রী। বারবার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। মনিটরে ভেসে আসে— ‘লেনদেন প্রক্রিয়াটিতে ত্রুটি আছে। সাহায্যের জন্য অপেক্ষা করুন।’ পরে কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে বাধ্য হন তিনি।

মতিঝিল স্টেশনে একই অভিজ্ঞতা হয় আনোয়ার মাতবরের। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাংলাদেশ ব্যাংক যেখানে নতুন টাকা চালু করেছে, সেখানে মেট্রোরেলের মতো আধুনিক পরিবহনে তা গ্রহণযোগ্য না হওয়া অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বে অবহেলার শামিল।”

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, এখনো নতুন নোট সবার হাতে পৌঁছেনি এবং নির্দিষ্ট ব্যাংকগুলোতেও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে এবং সফটওয়্যারে আপডেট দিতে আরও ৩-৪ মাস সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ঢাকা মেট্রোরেল বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রীসেবা চালু রেখেছে। পুরো প্রকল্প শেষে ২০৩০ সালের মধ্যে মোট ৬টি মেট্রো লাইনের মাধ্যমে ১২৮ কিলোমিটার নেটওয়ার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে