ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

একদিনে দুই ঘোষণায় টালিউডে যেন বিষাদের ছায়া

২০২৫ জুলাই ০২ ১৭:৪২:২৯
একদিনে দুই ঘোষণায় টালিউডে যেন বিষাদের ছায়া

নিজস্ব প্রতিবেদক: বিনোদন দুনিয়ায় প্রেম ও বিচ্ছেদ নতুন কিছু নয়। তবে একদিনে দুই জনপ্রিয় অভিনেত্রীর সংসার ভাঙার ঘোষণা যেন সবাইকে চমকে দিল।

একদিকে সুস্মিতা রায়, অন্যদিকে দীপ্সিতা মিত্র—দুজনেই একই দিনে জানালেন, তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে। এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন, আর ভক্তদের মনে চলছে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া।

সুস্মিতার স্বামী সব্যসাচী একটি আবেগঘন ছবি পোস্ট করে লেখেন,‘এটাই শেষ জন্মদিনের শুভেচ্ছা, কারণ আমরা আলাদা হচ্ছি।’পোস্টটি পরে নিজেও শেয়ার করেন সুস্মিতা, যেখানে তিনি অনুরাগীদের উদ্দেশে বলেন,‘এই কঠিন সময়ে পাশে থাকুন।’

এর আগেও এই দম্পতি একবার বিচ্ছিন্ন হয়ে আবার একত্র হয়েছিলেন। তবে এবার তারা নিশ্চিত করেছেন—এ সম্পর্কের চূড়ান্ত ইতি টানা হয়েছে।

অন্যদিকে, জনপ্রিয় ধারাবাহিক ‘আলো ছায়া’-এর মাধ্যমে পরিচিত অভিনেত্রী দীপ্সিতা মিত্র ইনস্টাগ্রামে জানান, তিনি এবং অভিনেতা কৌশিক চক্রবর্তী তাদের তিন বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন।

২০২২ সালের ২ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। কিন্তু দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরেছে অবশেষে।

দুজনের কেউই বিচ্ছেদের পেছনের কারণ বিস্তারিত না জানিয়ে এটিকে 'যৌথ সিদ্ধান্ত' বলে উল্লেখ করেছেন। তারা একে অপরের প্রতি শ্রদ্ধা রেখেই আলাদা হচ্ছেন বলে জানিয়েছেন।

প্রিয় তারকাদের সম্পর্কের এই ভাঙন মেনে নিতে পারছেন না ভক্তরা। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন,‘ভাঙা সম্পর্ক কি আর জোড়া লাগানো যায় না?’তবে সে প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে।

প্রসঙ্গত, তারকাদের ব্যক্তিগত জীবন তাদের নিজস্ব হলেও, জনপ্রিয়তার কারণে তা সবসময় জনতার নজরে থাকে। আর তাই, একদিনে দুই বিচ্ছেদের ঘোষণায় টালিউডে যেন বিষাদের ছায়া নেমে এসেছে।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে