ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

ভারতে ‘প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা’, সমালোচনার ঝড়

২০২৫ জুলাই ০২ ২১:৫৫:৫৯
ভারতে ‘প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা’, সমালোচনার ঝড়

ডেস্ক রিপোর্ট: উত্তরপ্রদেশে আসন্ন কানওয়ার যাত্রাপথে দোকানদারদের ধর্মীয় পরিচয় যাচাই করতে গিয়ে পুলিশি হয়রানি চলছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

বুধবার (০২ জুলাই) তিনি যোগী আদিত্যনাথের প্রশাসনকে তুলোধোনা করে বলেন, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ অমান্য করে পুলিশ দোকানিদের প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা করছে এবং চরম অবমাননাকর আচরণ করছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে এবং মানবাধিকার সংগঠনগুলো নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি তুলেছে।

বিতর্কের সূত্রপাত গত বছর যখন যোগী সরকার নির্দেশিকা জারি করেছিল যে কানওয়ার যাত্রাপথের দোকানদারদের নাম-পরিচয় দোকানের বাইরে লিখে রাখতে হবে। এই নির্দেশিকা তুমুল হইচই সৃষ্টি করে এবং মামলা সুপ্রিম কোর্টে গড়ায়। শীর্ষ আদালত নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করে জানায়, ধর্মীয় বা সামাজিক পরিচয়ের ভিত্তিতে এ ধরনের বিধিনিষেধ সংবিধানবিরোধী। কিন্তু ওয়েইসির অভিযোগ, যোগী প্রশাসন সুপ্রিম কোর্টের এই নির্দেশ মানছে না।

ওয়েইসি প্রশ্ন তোলেন, "মুজাফফরনগর বাইপাসের ধারে বহু হোটেল আছে। আজ থেকে নয়, বহু বছর ধরেই আছে। কানওয়ার যাত্রাও নতুন শুরু হয়নি। দীর্ঘদিন ধরে চলে আসছে। তাহলে এখন কেন এসব হচ্ছে? কেন হোটেল মালিকদের আধার কার্ড চাওয়া হচ্ছে? কেন প্যান্ট খুলতে বলা হচ্ছে দোকানিদের?"

তিনি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বলেন, "পুলিশের উচিত নিজের কাজ করা, যারা দোকানিদের হয়রানি করছে তাদের গ্রেপ্তার করা। এরা নাটক করছে। সুপ্রিম কোর্টের আদেশ মানছে না।"

তিনি আরও বলেন, "কারও দোকানে ঢুকে তার ধর্ম জানতে চাওয়া কি ঠিক? সরকার কিছু করছে না কেন? যে রাজ্যে আইনকানুনের শাসন থাকার কথা সেখানে প্রশাসনই সুপ্রিম কোর্টের নির্দেশের তোয়াক্কা করছে না। এটা শুধু মুসলিমদের নয়, দেশের সংবিধানেরও অপমান।"

তবে এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী ১১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত কানওয়ার যাত্রা অনুষ্ঠিত হবে, যেখানে গঙ্গা থেকে জল নিয়ে শিবমন্দিরে যাবেন ভক্তরা। এই পথে বিভিন্ন ধর্মের মানুষের দোকান রয়েছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে