ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
Sharenews24

ভোট কারচুপির প্রতিবাদে দলীয় কার্যালয় ঘেরাও: উত্তাল পরিস্থিতি

২০২৫ জুলাই ০১ ১৫:১১:৪৪
ভোট কারচুপির প্রতিবাদে দলীয় কার্যালয় ঘেরাও: উত্তাল পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া পৌর বিএনপির নির্বাচন ঘিরে উত্তেজনা: কাফনের কাপড় পরে কার্যালয় ঘেরাও

কুষ্টিয়া, ১ জুলাই ২০২৫ – সদ্য অনুষ্ঠিত কুষ্টিয়া পৌর বিএনপির নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে দলটির জেলা কার্যালয় ঘেরাও করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীরা। জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার ও তার কর্মী-সমর্থকরা

আজ মঙ্গলবার (০১ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন সংলগ্ন জেলা বিএনপির কার্যালয় ঘিরে প্রবেশ পথের সামনে অবস্থান নেন। এ সময় কয়েকশ নেতাকর্মীর মধ্যে বেশ কয়েকজন কাফনের কাপড় পরে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় শুয়ে পড়েন।

বিক্ষোভকারীরা 'জিয়ার সৈনিক এক হও লড়াই করো', 'অবৈধ নির্বাচন মানি না, মানব না' ইত্যাদি স্লোগান দেন। তারা ভোট কারচুপির জন্য জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে দায়ী করেন।

কর্মসূচির বিষয়ে কাজল মাজমাদার বলেন, জেলা বিএনপির নেতৃবৃন্দকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এরমধ্যে সমস্যার সমাধান না হলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এর আগে, গত রোববার ভোটের ফল প্রত্যাখ্যান করে কাজল মাজমাদার সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন চলাকালে খবর আসে, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রাবাসের টয়লেটে সভাপতি পদে পরাজিত প্রার্থী আখতারুজ্জামান ওরফে কাজল মাজমাদারের চেয়ার প্রতীকের সিলমারা বেশ কিছু ব্যালট পেপার পাওয়া গেছে। এ নিয়ে সেদিন দুপুর থেকেই দলটির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে