ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

‘ডাকাতদের দখলে দেশের শেয়ারবাজার, জরুরী সংস্কার দরকার’

২০২৫ মে ২৫ ১৪:৪২:০৯
‘ডাকাতদের দখলে দেশের শেয়ারবাজার, জরুরী সংস্কার দরকার’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজার ডাকাতদের আড্ডায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বহুদিন ধরেই শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রতারণার শিকার হয়ে তাদের সঞ্চিত পুঁজি হারিয়েছেন। বাজারে একটি সুপরিকল্পিত এবং ছন্দময় প্রক্রিয়ায় কারসাজি পরিচালিত হচ্ছে, যা কিছু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ বা গোষ্ঠীস্বার্থে পরিচালিত হচ্ছে।

রবিবার (২৫ মে) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী।

শফিকুল আলম বলেন, অতীতে যারা শেয়ারবাজার সংস্কারের দায়িত্বে ছিলেন, তাদের বেশিরভাগই নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করেছেন। ফলে সাধারণ বিনিয়োগকারীরা সবসময় উপেক্ষিত থেকেছেন এবং বড় বড় প্লেয়াররাই মূল সুবিধাভোগী হয়েছেন। বাজারে এক ধরনের প্রাতিষ্ঠানিক কারসাজির সংস্কৃতি গড়ে উঠেছে, যা বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করেছে।

তিনি আরও বলেন, শেয়ারবাজারে বারবার সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও প্রকৃতপক্ষে সেসব উদ্যোগ কার্যকর হয়নি। কারণ, যারা সংস্কার করতে এসেছেন, তাদের অনেকেই নিজেরাই বিভিন্ন সুবিধাভোগী গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন। এই দুষ্টচক্র থেকে বের না হলে শেয়ারবাজার কখনোই সাধারণ মানুষের আস্থার জায়গা হয়ে উঠবে না।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বড় ধরনের সংস্কারের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আন্তর্জাতিক মানে শেয়ারবাজার সংস্কারের জন্য বিদেশি বিশেষজ্ঞদের একটি দল গঠন করা হবে। তাদের জন্য তিন মাসের সময় নির্ধারণ করা হয়েছে, এই সময়ের মধ্যেই তারা একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন।

শফিকুল আলম বলেন, “এবারের সংস্কার হবে গোষ্ঠীগত স্বার্থের বাইরে গিয়ে, সাধারণ বিনিয়োগকারীদের রক্ষা করার জন্য। যিনি সংস্কারের দায়িত্বে আসবেন, তাকে এই কারসাজিকৃত গোষ্ঠীর প্রভাবমুক্ত হতে হবে এবং নির্মোহভাবে সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি আশা প্রকাশ করেন, যদি এই সংস্কার যথাযথভাবে বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশের শেয়ারবাজার নতুন করে আস্থা ফিরে পাবে এবং অর্থনীতির একটি কার্যকর ও শক্তিশালী অংশে পরিণত হবে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে