ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

মাহফুজ-আসিফকে ঘিরে বিএনপির দাবির জবাব দিলেন হাসনাত

২০২৫ মে ২৫ ১২:২০:০৫
মাহফুজ-আসিফকে ঘিরে বিএনপির দাবির জবাব দিলেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি বিএনপির দাবির প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি নন, বরং তারা চলমান গণঅভ্যুত্থানের সার্বজনীন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, তাদেরকে দলীয় পরিচয়ে ট্যাগ করার প্রচেষ্টা বিভ্রান্তিকর এবং আন্দোলনের সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। এই মন্তব্য তিনি রোববার সকালে দক্ষিণ চট্টগ্রামে এক পথসভায় করেন।

এর আগে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছিল। তবে হাসনাত আব্দুল্লাহ বিএনপির এই দাবিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, মাহফুজ ও আসিফ মাহমুদ তাদের দায়িত্ব পালন করছেন জনগণের পক্ষ থেকে, কোনো দলের পক্ষ থেকে নয়।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের কথা আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।" তিনি আরও বলেন, "যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে, তাদের বাদ দেওয়ার জন্যও বলেছি।"

হাসনাত আব্দুল্লাহের বক্তব্য এবং বিএনপির দাবির মধ্যে পার্থক্য স্পষ্ট। এটি রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত আলোচনা সৃষ্টি করেছে এবং সরকারের নিরপেক্ষতা ও উপদেষ্টাদের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে