ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

নুসরাত ফারিয়ার জামিনে যা বললেন আইনজীবী

২০২৫ মে ২০ ১২:৫২:২২
নুসরাত ফারিয়ার জামিনে যা বললেন আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের হওয়া রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

নুসরাত ফারিয়ার জামিন বিষয়ে আইনজীবী ফারান মো. আরাফ বলেন,"আদালত ন্যায়বিচার করেছেন। দেশের একজন নিরপরাধ নাগরিক, যিনি ঘটনার সময় দেশে ছিলেন না, তাকে গ্রেপ্তার করা যুক্তিযুক্ত ছিল না।"

অপর আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন,“এটি একটি আলোচিত মামলা। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছিল। আমাদেরকে ২২ মে জামিন শুনানির তারিখ দেওয়া হয়েছিল। তবে পুলিশ দ্রুত প্রতিবেদন জমা দেওয়ায় আজ বিশেষভাবে শুনানি করে আমরা জামিনের আবেদন করি।”

তিনি আরও জানান,“ফারিয়া গত বছরের ৯ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত কানাডায় অবস্থান করছিলেন—এ সংক্রান্ত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। এতে আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। এই জামিন পুলিশ প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।”

গত ১৮ মে, রোববার, থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চেকের সময় নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাকে ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরদিন সোমবার আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে ২২ মে জামিন শুনানির দিন ধার্য করেছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ১৯ জুলাই ভাটারা থানার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে এনামুল হক নামের এক ব্যক্তির পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, জায়েদ খান, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা সহ মোট ২৮৩ জনকে আসামি করে আদালতে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৩-৪শ’ জনকেও আসামি করা হয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে