ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
Sharenews24

ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

২০২৫ মে ১৯ ১০:৪৫:৫৯
ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে, তবে তা ২০২৬ সালের জুনের পরে নয়—এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যদিও তিনি নিজে নির্বাচনে অংশ নেবেন না বলে নিশ্চিত করেছেন।ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে মূল্যস্ফীতি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা আনতে সক্ষম হলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও দুর্বল। রাজনৈতিক অস্থিরতাও কাটেনি। তিনি জানান, ‘জুলাই সনদ’ নামের একটি ঐকমত্যভিত্তিক নীতিমালা প্রস্তুত করা হচ্ছে, যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন আয়োজনের পথ তৈরি করবে।

তবে কমিশন গঠন নিয়ে ইতোমধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। কেউ বলছেন, গার্মেন্টস খাত নিয়ে কমিশন দরকার ছিল, আবার কেউ শিক্ষা খাতের গুরুত্ব না পাওয়ায় অসন্তুষ্ট। সবচেয়ে বেশি বিতর্ক দেখা দিয়েছে নারী সংস্কার কমিশন নিয়ে, যা ইসলামী উত্তরাধিকার আইনে পরিবর্তনের সুপারিশ করেছে। এর প্রেক্ষিতে ইসলামপন্থী দলগুলো ব্যাপক বিক্ষোভ শুরু করেছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে দলটির নিবন্ধন স্থগিত করেছে। ফলে তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে