ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
Sharenews24

তিন মাসে বেকারত্বের উদ্বেগজনক চিত্র

২০২৫ মে ১৯ ০৫:৫৭:৪৬
তিন মাসে বেকারত্বের উদ্বেগজনক চিত্র

নিজস্ব প্রতিবেদক: শ্রমশক্তি জরিপের ত্রৈমাসিক প্রতিবেদনে দেশে বেকারত্বের চিত্র প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) । প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে।

বিবিএস এর তথ্যমতে, ২০২৪ সালের শেষে দেশে মোট বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ১০ হাজার, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৬০ হাজার বেশি। সম্প্রতি প্রকাশিত

২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মেয়াদে বেকার জনগোষ্ঠীর সংখ্যা জুলাই-সেপ্টেম্বরে থাকা ২৫ লাখ ৫০ হাজার থেকে বেড়ে ৬০ হাজার বেড়ে দাঁড়ায় ২৬ লাখ ১০ হাজারে। এতে দেখা যায়, বছরজুড়ে বেকারত্ব বেড়েছে ধারাবাহিকভাবে।

বেকারত্বের হারও বেড়েছে

২০২৩ সালে যা ছিল ৪.১৫ শতাংশ, ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ৪.৪৮ শতাংশ। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী, যারা বিগত সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে অন্তত এক ঘণ্টা কাজ পাননি এবং অন্তত এক মাস ধরে কাজ খুঁজেছেন, কিন্তু পাননি—তাদেরই ‘বেকার’ হিসেবে বিবেচনা করা হয়।

লিঙ্গভিত্তিক বেকার সংখ্যা: পুরুষ বেকার ১৮ লাখ এবং নারী বেকার ৮ লাখ ২০ হাজার। পুরুষদের বেকারত্বের হার ৩.৭৫% এবং নারীদের বেকারত্বের হার ৩.৪৬%

কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা কমেছে

২০২৪ সালের ডিসেম্বরে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ১৭ লাখ ৩০ হাজার, যা ২০২৩ সালের ৭ কোটি ৩৪ লাখ ৫০ হাজার থেকে ১৭ লাখ ২০ হাজার কম। এতে বোঝা যায়, শ্রমবাজারে অংশগ্রহণকারী জনগোষ্ঠী কমেছে, যার প্রভাব পড়েছে বেকারত্ব বৃদ্ধিতে।

খাতভিত্তিক বিশ্লেষণ

দেশের তিন প্রধান খাত—কৃষি, সেবা ও শিল্প—সবগুলোতেই কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা হ্রাস পেয়েছে। সবচেয়ে বেশি মানুষ এখনও কৃষি খাতে যুক্ত থাকলেও, সেখানে অংশগ্রহণ কমেছে উল্লেখযোগ্য হারে।

যুবশ্রম শক্তির পতন

২০২৪ সালে দেশের যুব শ্রমশক্তি দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ, যা আগের বছর ছিল ২ কোটি ৬৭ লাখ— অর্থাৎ এক বছরে কমেছে ৪১ লাখ।

জরিপ পদ্ধতি

বিবিএসের জরিপে ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তি এবং শহর ও পল্লি অঞ্চলভিত্তিক শ্রমবাজার সূচক নির্ধারণ করা হয়। এই জরিপে সারাদেশের ১ হাজার ২৮৪টি নির্ধারিত এলাকায় দৈবচয়নের ভিত্তিতে ৩০ হাজার ৮১৬টি খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

এই প্রতিবেদন থেকে স্পষ্ট, দেশে শ্রমশক্তি ও কর্মসংস্থানে বড় ধরনের চ্যালেঞ্জ দেখা দিচ্ছে, যা সমাধানে দীর্ঘমেয়াদি নীতিগত উদ্যোগ প্রয়োজন।

আলীম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে