ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫
Sharenews24

জবাব না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

২০২৫ মে ১৮ ১৯:১৩:১৪
জবাব না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শাহবাগ মোড় ছেড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এরপর মোড়টি দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১৮ মে) বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন। “বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই”, “We want justice” — এসব স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

অবস্থানের সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “সাম্য হত্যায় জড়িতদের এখনও গ্রেপ্তার করা হয়নি, প্রশাসন কোনো আশ্বাসও দিতে পারছে না। সরকার ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি ন্যূনতম সহানুভূতিও দেখাচ্ছে না।”

এর আগে দুপুর ১২টার দিকে শাহরিয়ার হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন।

গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় তার ভাই শরীফুল আলম বাদী হয়ে বুধবার শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ছাত্রদলের নেতারা জানিয়েছেন, দ্রুত বিচার না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে