ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫
Sharenews24

ট্রান্সজেন্ডার ইস্যুতে কঠোর অবস্থানে সারজিস আলম

২০২৫ মে ১৮ ১৬:১৬:৩৮
ট্রান্সজেন্ডার ইস্যুতে কঠোর অবস্থানে সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (পশ্চিমাঞ্চল) সারজিস আলম নারীদের অধিকার রক্ষায় যে কোনো যৌক্তিক দাবিকে সর্বাত্মক সমর্থনের কথা জানিয়েছেন। তবে একই সঙ্গে এলজিবিটিকিউ সম্প্রদায় ও ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিষয়ে তার দেওয়া মন্তব্য সামাজিক মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে।

রোববার (১৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম লিখেছেন,"নারীদের অধিকার রক্ষায় যে কোনো যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থন থাকবে। কিন্তু সেসবের আড়ালে সমকামিতা, ট্রান্সজেন্ডার কিংবা এলজিবিটিকিউ-এর মতো ধ্বংসাত্মক কালচার প্রমোট করা হলে, তাতে বাধা হয়ে দাঁড়াতে হবে।"

তিনি আরও লিখেছেন,"পরিবার, সমাজ ও রাষ্ট্র ধ্বংসকারী এসব প্রবণতা যারা লালন করছে, তারা মানসিক বিকারগ্রস্ত। এদের মানসিক চিকিৎসার প্রয়োজন আছে, প্রশ্রয়ের নয়। এটি এক ধরনের সামাজিক ক্যান্সার, যা জাতির ভিত্তিকে দুর্বল করে দিতে পারে।"

পোস্টে পতিতাবৃত্তি প্রসঙ্গে সারজিস আলম বলেন,"পতিতাবৃত্তির মতো সামাজিক ব্যাধি কখনোই পেশা হতে পারে না। যারা ফাঁদে পড়ে বা বাধ্য হয়ে এতে জড়িয়েছে, তাদের পুনর্বাসনে রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নিতে হবে।"

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে