ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

ইন্টেরিম সরকারকে সতর্ক করলেন উমামা ফাতেমা

২০২৫ মে ১৫ ১২:২২:২১
ইন্টেরিম সরকারকে সতর্ক করলেন উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়েছেন, যেন শিক্ষার্থীদের ওপর কোনো হামলা না হয়।

বুধবার (১৪ মে) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে উমামা লেখেন, "সাবধান ইন্টেরিম! ছাত্ররা যমুনার আগে কাকরাইল মোড়ে অবস্থান করছে। ইতোমধ্যে পুলিশ একবার লাইট বন্ধ করেছিল। পরে ছাত্রদের চিৎকারে লাইট জ্বালানো হয়। পুলিশ রণসজ্জায়, বুলেটভেস্ট পরে অবস্থান নিয়েছে, এমনকি বন্দুকে গুলি লোড করতেও দেখা গেছে।"

তিনি জানান, শিক্ষার্থীরা আতঙ্কিত এবং শিক্ষক প্রতিনিধিরাও নিরাপদে সেখান থেকে বের হয়ে আসছেন। উমামা হুঁশিয়ারি দিয়ে বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। আন্দোলন যৌক্তিক—সরকার ছাত্রদের দাবিগুলো মেনে নিক।"

একইসঙ্গে তিনি তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনারও তীব্র নিন্দা জানান এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন। তবে তিনি জোর দিয়ে বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর কোনো ধরনের শক্তি প্রয়োগ হলে তার দায় সম্পূর্ণভাবে সরকারের ওপর বর্তাবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে