ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Sharenews24

যে কারণে লাফিয়ে লাফিয়ে কমছে স্বর্ণের দাম

২০২৫ মে ১৫ ১২:১৪:১৬
যে কারণে লাফিয়ে লাফিয়ে কমছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে কমছে স্বর্ণের দাম। গত এক মাসের মধ্যে এই মূল্যবান ধাতুর দাম নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। রয়টার্স জানায়, বৃহস্পতিবার (১৫ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩,১৩৬.৯৭ ডলার, যা ১০ এপ্রিলের পর সর্বনিম্ন। ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম ১ শতাংশ কমে ৫,১৪০ ডলারে বিক্রি হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা সাময়িক প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকিপূর্ণ সম্পদের প্রতি আগ্রহ বেড়েছে, আর স্বর্ণের মতো ‘নিরাপদ আশ্রয়ের’ প্রতি আকর্ষণ কমেছে। ফলে স্বর্ণের দাম নিম্নমুখী প্রবণতায় রয়েছে।

সিঙ্গাপুরের গোল্ড-সিলভার সেন্ট্রালের পরিচালক ব্রায়ান ল্যান বলেন, বাণিজ্য যুদ্ধবিরতির কারণে এখন মানুষ স্টক ও বন্ডের দিকে ঝুঁকছে। তার মতে, স্বর্ণের দাম ৩,১০০ ডলার পর্যন্ত নামতে পারে।

বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, স্বর্ণের দীর্ঘমেয়াদি প্রবণতা এখনও ঊর্ধ্বমুখী হলেও বর্তমান মন্দা অব্যাহত থাকলে দাম আরও নামতে পারে—প্রথমে ৩,১৩৬, তারপর ৩,০৭৩ এবং এমনকি ৩,০০০ ডলার পর্যন্ত।

এদিকে, বাজার এখন তাকিয়ে আছে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বক্তব্যের দিকে, যেখানে সুদের হার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে। বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, ফেড চলতি বছর ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার কমাতে পারে, তবে সেটা জুলাইয়ের বদলে অক্টোবর পর্যন্ত পিছিয়ে যেতে পারে।

সুদের হার কমলে স্বর্ণে বিনিয়োগ সাধারণত বেড়ে যায়, কারণ এটি সুদ না দিলেও নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হয়। তবে বর্তমানে বাজারে বিনিয়োগকারীদের ভিন্ন মনোভাবই দাম কমার প্রধান কারণ।

এদিকে, স্পট সিলভারের দাম ০.৭% কমে প্রতি আউন্সে ৩১.৯৮ ডলার হয়েছে, তবে প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম সামান্য বেড়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে