ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Sharenews24

পরীক্ষার অ্যাডমিট কার্ডে শেখ হাসিনার স্লোগান

২০২৫ মে ১৩ ১৯:৪৫:০৯
পরীক্ষার অ্যাডমিট কার্ডে শেখ হাসিনার স্লোগান

নিজস্ব প্রতিবেদক: পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার’ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ মে। এ নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করছেন চাকরিপ্রার্থীরা। প্রবেশপত্রের ওপরের দিকে লেখা ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট-পরিবর্তনের প্রায় ১০ মাস পর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে এমন স্লোগান থাকায় তা অনেকে ফেসবুকে শেয়ার করেন। এ নিয়ে কেউ ট্রল করছেন, আবার কেউ ক্ষোভ জানিয়ে পোস্ট দিচ্ছেন।

রাকিবুল হাসান নামে যশোরের একজন চাকরিপ্রার্থী প্রবেশপত্রটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনার গুণগানে ভরা ছিল গত ১৬ বছর। গণঅভ্যুত্থানের প্রায় এক বছর হতে চলেছে, এখনও সেই ফ্যাসিস্টের স্লোগান সংবলিত অ্যাডমিট কার্ড দিচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এ প্রবেশপত্র নিয়ে আমি পরীক্ষায় বসবো না। ডাউনলোড হওয়া সব প্রবেশপত্র বাতিল করে পুনরায় প্রবেশপত্র দিতে হবে।’

সিনথিয়া শারমিন নামে আরেকজন লিখেছেন, ‘ভাবা যায় পরীক্ষার হলে সবাইকে হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার লিখিত এই কাগজ (প্রবেশপত্র) হাতে রাখতে হবে। এটা না থাকলে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। জয় ফ্যাসিস্টের জয়!’

বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন। তারা জানান, নিয়োগ পরীক্ষার আবেদন গ্রহণ, প্রবেশপত্র দেওয়ার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। তারা এ বিষয়ে কিছুই জানেন না।

অবশ্য টেলিটকের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। একই সঙ্গে তারা এতে সংশোধনী আনবেন বলে জানিয়েছেন।

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগ জানিয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ কার্যক্রমের আওতায় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদের পরীক্ষার প্রবেশপত্র সোমবার (১২ মে) অনিচ্ছাকৃতভাবে অনলাইনে প্রকাশিত হয়। তবে ত্রুটিটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে সিস্টেম থেকে সরিয়ে ফেলা হয়েছে।

জানতে চাইলে টেলিটকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক সালেহ মো. ফজলে রাব্বীকে বলেন, অ্যাডমিট কার্ডটি অল্প সময়ের জন্যই সাইটে লাইভ ছিল। যেসব প্রার্থী সেই সময়ের মধ্যে কার্ডটি ডাউনলোড করেছিলেন, তাদের এসএমএস পাঠিয়ে তা অবৈধ হিসেবে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, ‘বিআরইবিএইআর ইনফো’ নামের প্রেরক আইডি থেকে পাঠানো এসএমএসে উল্লেখ করা হয়েছে, ‘অনুগ্রহ করে পূর্বের অ্যাডমিট কার্ড সংক্রান্ত এসএমএসটি উপেক্ষা করুন। উক্ত অ্যাডমিট কার্ডটি অকার্যকর। সঠিক অ্যাডমিট কার্ড যথাসময়ে জানানো হবে।’

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে