ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Sharenews24

যে কারণে মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করা হলো

২০২৫ মে ১৩ ১১:১৬:৪৭
যে কারণে মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করা হলো

নিজস্ব প্রতিবেদক: দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে সরকার মধ্যরাতে একটি নতুন রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে।

সোমবার (১২ মে) দিবাগত রাতে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ অধ্যাদেশ জারি করা হয়। আইএমএফের শর্ত পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। এতে আয়কর ও কাস্টমস ক্যাডারের অধিকাংশ মতামত উপেক্ষিত হয়েছে।

সূত্র জানায়, অধ্যাদেশে মূলত রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক পদে অ্যাডমিন ক্যাডার ছাড়াও আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন গঠিত রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে পুরো এনবিআরের জনবল হস্তান্তর করা হবে। এখান থেকেই প্রয়োজন অনুযায়ী জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে।

একই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জনবলও রাজস্ব নীতি বিভাগে ন্যস্ত হবে।

এনবিআর বিলুপ্তির খবরে সোমবার (১২ মে) দিনভর আগারগাঁও রাজস্ব ভবনে বিক্ষোভ করেছেন আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীরা। ঢাকার বিভিন্ন কর অঞ্চল, কাস্টমস হাউস ও ভ্যাট কমিশনারেটের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরাও আন্দোলনে যুক্ত হন।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় বৈঠক করে তারা পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় রাজস্ব আদায় কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে।

বিক্ষুব্ধ কর্মকর্তারা মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা থেকে রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে