ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Sharenews24

‘মোর বেটিক আনি দাও, আইজ তো শেষ পরীক্ষা’

২০২৫ মে ১৩ ১৬:৪৩:১১
‘মোর বেটিক আনি দাও, আইজ তো শেষ পরীক্ষা’

নিজস্ব প্রতিবেদক: “পরশুদিন ঘর-দুয়ার ঝাড়িল রে... একপালা কাপড়চোপড় ধুয়ে দিছে। আল্লাহ রে! মোর সন্তানকে এমন কইরা নিয়া গেল কেন?”—কান্নায় ভেঙে পড়েন আলো বেগম, যিনি সদ্য সড়ক দুর্ঘটনায় মেয়ে হারিয়েছেন।

মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায়। মোটরসাইকেল দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

নিহতরা: আফসানা আক্তার সিনহা (১৬) – এসএসসি পরীক্ষার্থী, মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়, রুবি (৩৬) – সিনহার চাচী, রাহাত (২) – রুবির সন্তান

আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মোটরসাইকেল চালক ও পরিবারের সদস্য আশরাফুল ইসলামকে।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ সন্তানকে হাসপাতালে নিতে সকালে স্ত্রী ও সন্তানকে মোটরসাইকেলে তুলে নেন আশরাফুল। একই সঙ্গে ভাতিজি সিনহাকেও তার পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে রওনা হন তিনি।

রাস্তায় এক মাইক্রোবাস হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা থ্রি-হুইলার ও মোটরসাইকেলও একযোগে ব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস মা, শিশু ও পরীক্ষার্থীকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।

ঘটনাস্থলের পাশে থাকা কৃষক আলম মিয়া জানান, “আমি ভুট্টাক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে ছুটে গিয়ে দেখি, আশরাফুল লাশগুলো টানছে। কিছুই করার ছিল না।”

দুপুরে মীরবাগ গ্রামে গেলে দেখা যায়, বাড়ির উঠানে পাশাপাশি রাখা তিনটি মরদেহ। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। বাবার মুখে কোনো শব্দ নেই, কেবল স্তব্ধতা। আর মায়ের বিলাপ:“মোর বেটিক আনি দাও। আইজ তো শেষ পরীক্ষা আছিল। আল্লাহ হামার কলিজাট ছিঁড়ে নিল কেন?”

নিহতদের মরদেহ নিতে এলে পরিবারের সদস্য ও এলাকাবাসী প্রথমে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, আগামীকাল (১৪ মে) মীরবাগ বাজার এলাকায় মহাসড়ক অবরোধের কর্মসূচি পালন করা হবে।

কাউনিয়া থানার উপপরিদর্শক শাহানুর আলম জানান, “ঘটনাটি খুবই দুঃখজনক। ঘাতক বাসটি শনাক্তে কাজ চলছে। নিহতদের পরিবারকে সান্ত্বনা ও সহায়তা দেওয়া হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা নেওয়া হবে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে