ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Sharenews24

ভারতের ‘পুশ ইন’ নিয়ে কড়া বার্তা দিল ঢাকা

২০২৫ মে ১৩ ১১:১২:৫২
ভারতের ‘পুশ ইন’ নিয়ে কড়া বার্তা দিল ঢাকা

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে ‘পুশ ইন’ বন্ধ চেয়েছে ঢাকা, এজন্য দিল্লিকে চিঠি দেয়া হয়েছে। ৯ মে এ চিঠি পাঠানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাতেও পুশ ইনের বিষয়টি ওঠে।

সভায় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পরে তিনি পুশ ইন নিয়ে সাংবাদিকদের জানান।

বিজিবি মহাপরিচালক জানান, ৭ ও ৮ মে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০২ জনকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করেছে।

তিনি আরো জানান, ভারত থেকে পুশ ইন করা ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গারাও রয়েছে। বিজিবি মহাপরিচালক বলেন, ৩৯ জন রোহিঙ্গা পাওয়া গেছে, যারা বাংলাদেশের বিভিন্ন আশ্রয়শিবিরে এফডিএমএন (বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) হিসেবে নিবন্ধিত ছিল, কোনোভাবে ওরা ওদিকে পালিয়েছিল।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে