ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Sharenews24

আন্দালিব পার্থ জানালেন বিদেশ যাত্রায় বাধার আসল কারণ

২০২৫ মে ১৩ ১৮:২৮:৪৩
আন্দালিব পার্থ জানালেন বিদেশ যাত্রায় বাধার আসল কারণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার অনুমতি দেয়নি।

বিষয়টিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান। তিনি গণমাধ্যমকে বলেন, "আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে বিষয়টি নিয়ে আমি অনেকের সঙ্গে আলোচনা করেছি। এসবির ক্লিয়ারেন্সের বিষয়টি কীভাবে সমাধান হয়, তা দু-একদিনের মধ্যে দেখব।"

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেখ শাইরা শারমিন দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থামিয়ে দেয়।

শেখ শাইরা শারমিন শেখ পরিবারের সদস্য। তিনি শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে, এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের ছোট ভাই। ইমিগ্রেশন সূত্র জানায়, শেখ শাইরা শারমিনের বিদেশ যাত্রার জন্য এসবির (সিকিউরিটি ব্রাঞ্চ) ক্লিয়ারেন্স প্রয়োজন। শেখ পরিবারের সদস্যদের সকলের বিদেশ ভ্রমণে এসবির ক্লিয়ারেন্স প্রয়োজন বলে জানা গেছে।

গত বছর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের বাইরে যাওয়ার পর থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এ বিষয়ে কড়াকড়ি অবস্থানে রয়েছে।

এ বিষয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, "শেখ পরিবারের সবাই তো এক নয়, তিনি আমার স্ত্রী, আমার একটি পরিচয় রয়েছে। তিনি সবসময় আমার সঙ্গে ছিলেন, তিনি তো হাউজওয়াইফ।"

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে