ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Sharenews24

অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত পররাষ্ট্র সচিবের, অভিযোগ নৈতিক স্খলন

২০২৫ মে ১৩ ০০:১৪:১৯
অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত পররাষ্ট্র সচিবের, অভিযোগ নৈতিক স্খলন

নিজস্ব প্রতিবেদক: অফিসার্স ক্লাব সম্প্রতি দুর্নীতি ও নৈতিক স্খলনের অভিযোগে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ আরও পাঁচ সাবেক সচিবের সদস্যপদ স্থগিত করেছে।

সোমবার ক্লাবের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযুক্ত হওয়ায় এবং নৈতিক স্খলনজনিত কারণে তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া সদস্যদের মধ্যে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বর্তমানে কর্মরত আছেন। বাকিরা অবসরে গেছেন। তারা হলেন: এম এ কাদের (সাবেক সচিব), জহিরুল হক (সাবেক দুদক কমিশনার), এস এম গোলাম ফারুক (সাবেক সিনিয়র সচিব), আনিসুর রহমান (সাবেক সচিব) এবং সিরাজুল হক খান (সাবেক সচিব)।

উল্লেখ্য, মো. জসীম উদ্দিন ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশের ২৭তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি চীন, কাতার ও গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে