ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫
Sharenews24

জানা গেল হাসনাতের উপর হামলাকারীর পরিচয়

২০২৫ মে ০৫ ০৯:২৭:১৫
জানা গেল হাসনাতের উপর হামলাকারীর পরিচয়

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর এক নাম উঠে এসেছে আলোচনার কেন্দ্রে—তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল। একটি বিতর্কিত ফেসবুক পোস্ট এবং পুরনো নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে নাসিরকে নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

রোববার সন্ধ্যায় গাজীপুরের বাসন থানার অন্তর্গত বাসন সড়ক এলাকায়, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে অতর্কিতে হামলা চালায় ১০-১২ জন সন্ত্রাসী। তারা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে হামলা চালায়।

স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং তাৎক্ষণিক অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে।

এই ঘটনার পর রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফেসবুক পোস্টে উঠে আসে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের নাম।

বিশেষ করে আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের রাত ১০টা ৪১ মিনিটে একটি ফেসবুক পোস্টে লেখেন:

“হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোড়ল?”

সেই পোস্টের কমেন্ট বক্সে দেখা যায়, নাসির মোড়লের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পুরনো পোস্টের স্ক্রিনশট, যেখানে লেখা:

“মবমারানীর থ্রেট দিছিলা মনে আছে? এখন কী হইলো। থ্রেট লাইক করি না মাইন্ড ইট।”

এই পোস্টটিকে অনেকেই হামলার পূর্বাভাস বা হামলার পর উল্লাস হিসেবে ব্যাখ্যা করছেন। পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়।

নাসির মোড়ল গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, যদিও সংগঠনটি বর্তমানে নিষিদ্ধ।

তিনি এর আগে শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

তবে তার নাম বারবার এসেছে নানা সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে। ২০২৩ সালের ৩০ আগস্ট, শ্রীপুর উপজেলার প্রশিকা মোড়ে এক যুবলীগ নেতার গাড়ি ভাঙচুর এবং ফাঁকা গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনি প্রধান অভিযুক্তদের একজন।

নাসির মোড়লের পিতা শফিক মোড়লও সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে এক শিক্ষার্থী নিহত হলে সেই ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। পুলিশ তাকে টেপিরবাড়ি মোড়ল পাড়া এলাকার নিজ বাসা থেকে আটক করে।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

নাসির মোড়লের ফেসবুক পোস্ট নিয়ে প্রশাসন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে প্রাথমিকভাবে তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনা আবারও প্রমাণ করে, রাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় থাকা অনেক ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন, যা সমাজ ও রাষ্ট্র উভয়ের জন্য হুমকি। নাসির মোড়লের মতো আলোচিত ও বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন সাধারণ মানুষ।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে