ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Sharenews24

সরানো হলো আরও এক উপদেষ্টার পিএসকে

২০২৫ এপ্রিল ২৮ ১৯:২৭:২০
সরানো হলো আরও এক উপদেষ্টার পিএসকে

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। ৬ এপ্রিল তাঁকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে প্রজ্ঞাপনে হাসনাত মোর্শেদকে কী কারণে একান্ত সচিবের পদ থেকে সরানো হয়েছে, সে বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।

হাসনাত মোর্শেদ ভূঁইয়া বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি সেবা শুরু করেছিলেন। গত বছরের ১৮ আগস্ট, তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

তবে তার পদবির পরিবর্তন বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে সম্পর্কিত তদন্তের পাশাপাশি আলোচনার মধ্যে এসেছে। এর আগে স্থানীয় সরকার উপদেষ্টার পিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পর, দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির তদন্ত শুরু করে। এর ফলে জ্বালানি উপদেষ্টার পিএস মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে সরানোর বিষয়টি দেশজুড়ে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে।

এছাড়া একটি সরকারি সূত্র জানায় যে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়ার বদলির প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হলেও তার বদলির প্রকৃত কারণ স্পষ্টভাবে জানানো হয়নি। তবে সরকারের দিক থেকে এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।

সরকারি কর্মকর্তাদের একান্ত সচিব নিয়োগের জন্য, জনপ্রশাসন মন্ত্রণালয় একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে থাকে। এর মধ্যে উপদেষ্টাদের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে থেকে একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা যতদিন পদে থাকবেন অথবা একান্ত সচিব হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, ততদিন পর্যন্ত সেই ব্যক্তি পিএস পদে থাকবেন।

এদিকে, মন্ত্রণালয় এবং সরকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিকবার এ বিষয়ে স্পষ্ট মন্তব্য করা হলেও, এই ধরনের পদক্ষেপ সাধারণত সরকারী কর্মকর্তাদের কাজের মান এবং তাদের উপর নির্ভরশীলতার ভিত্তিতে নেয়া হয়।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে