ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Sharenews24

সারজিস আলমের পোস্টের জবাবে ফেসবুকে মুখ খুললেন রাশেদ খান

২০২৫ এপ্রিল ২৮ ১৮:১৭:১৯
সারজিস আলমের পোস্টের জবাবে ফেসবুকে মুখ খুললেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক : গাড়ির বহর, বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা ও দলীয় ক্ষমতার অপব্যবহার এইসব ইস্যুতে সমালোচনার মুখে এনসিপি’র (নতুন প্রজন্মের রাজনৈতিক সংগঠন) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এসব অভিযোগকে ‘অপপ্রচার’ হিসেবে দাবি করে রবিবার নিজের ফেসবুক আইডিতে একটি বিস্তারিত পোস্ট দেন সারজিস। সেখানে তিনি দাবি করেন ৫ আগস্টের আন্দোলনের পর থেকে তিনি কোনো অবৈধ অর্থ গ্রহণ বা অনৈতিক সুপারিশের সঙ্গে জড়িত হননি।

সারজিস তার পোস্টে রাশেদ খানের নাম উল্লেখ করে বলেন, “গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রপাগান্ডা ছড়িয়েছেন। আমি তাকে চ্যালেঞ্জ করছি, তিনি যদি আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি ছাড়ব আর না পারলে তিনি রাজনীতি ছাড়বেন।”

সারজিসের এই চ্যালেঞ্জের ২৪ ঘণ্টার মধ্যেই রাশেদ খান নিজের ফেসবুকে দীর্ঘ এক জবাব পোস্ট করেন। তিনি জানান কিছুদিন আগে সারজিস আলম তাকে কল করেছিলেন এবং দুই জনের মধ্যে প্রায় এক ঘণ্টা ফোনালাপ হয়। ফোনালাপের সারমর্মে সারজিস নিজেকে ভুল বোঝাবুঝির শিকার দাবি করে পজিটিভ পোস্ট দেওয়ার অনুরোধ করেছিলেন কিন্তু রাশেদ তা প্রত্যাখ্যান করেন।

রাশেদ খান তার জবাবে স্পষ্টভাবে কয়েকটি অভিযোগ পুনরুল্লেখ করেন:

গাজী সালাহউদ্দীন তানভীর নামে একজন ব্যক্তি, যিনি সারজিসের ঘনিষ্ঠ বলে পরিচিত, এনসিপির যুগ্ম সদস্যসচিব হয়েছেন এবং সচিবালয়ে প্রবেশের সময় তাকে সারজিস ও হাসনাতের প্রভাব কাজে লাগাতে দেখা গেছে বলে অভিযোগ।

রাশেদের দাবি, এনসিটিভির কেলেঙ্কারিতে অভিযুক্ত তানভীর কীভাবে আবার কাজ করার সুযোগ পেলেন, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। সারজিস এ বিষয়ে কোনো অবস্থান নেয়নি।

শহীদ মিনারে গণ অধিকার পরিষদের নেতার ওপর হামলায় জড়িতদের জামিন পেতে সারজিস ও জুলাই ফাউন্ডেশনের এক নেত্রীর ভূমিকা ছিল বলেও অভিযোগ তোলেন রাশেদ।

সাংবাদিক, এনসিপি নেতাদের এবং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু রিপোর্ট ও পোস্টে সারজিসের বিরুদ্ধে আওয়ামী ঘনিষ্ঠতা, পুনর্বাসন ও বিতর্কিত পদ প্রদানের অভিযোগ রয়েছে যা রাশেদ বিভিন্ন সময় তুলে ধরেছেন।

রাশেদ খান বলেন, “যদি সারজিস এতটাই নির্দোষ হন তবে এতদিনেও কোনো সাংবাদিক বা গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করেননি কেন? তার বিরুদ্ধে এত অভিযোগ অথচ কোনো স্বচ্ছ ব্যাখ্যা বা আইনি পদক্ষেপ নেই। তিনি একজন অভিযুক্তকে কেন এতটা প্রাধান্য দেন সেটাই মূল প্রশ্ন।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে