ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

১৫ বিচারকের সম্পদের তথ্য চেয়ে আইন মন্ত্রণালয়কে দুদকের চিঠি

২০২৫ এপ্রিল ২৩ ২২:০৪:১১
১৫ বিচারকের সম্পদের তথ্য চেয়ে আইন মন্ত্রণালয়কে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক: ১৫ জন বিচারকের সম্পদের বিবরণ ও ব্যক্তিগত নথির তথ্য চেয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের স্বাক্ষরিত চিঠিটি সচিবের দপ্তরে পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরী ও সাবেক অতিরিক্ত সিএমএম মুহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অপরাধমূলক অসদাচরণ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

এই অনুসন্ধানের অংশ হিসেবে আরও ১২ জন বিচারকের তথ্য চাওয়া হয়েছে। তাদের সর্বশেষ দাখিলকৃত সম্পদ বিবরণী, ব্যক্তিগত নথির ফটোকপি এবং ডাটাশিটের সত্যায়িত কপি আগামী ২৯ এপ্রিলের মধ্যে দুদকে পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে যেসব বিচারকের নাম রয়েছে তারা হলেন:১. বিকাশ কুমার সাহা২. রেজাউল করিম চৌধুরী৩. মুহাম্মদ আসাদুজ্জামান৪. শেখ গোলাম মাহবুব (কুষ্টিয়া)৫. মাহবুবুর রহমান সরকার (কিশোরগঞ্জ)৬. মনির কামাল (সিলেট)৭. তোফাজ্জল হোসেন (ঢাকা)৮. মুশফিকুর ইসলাম (মাগুরা)৯. কাইসারুল ইসলাম (গাজীপুর)১০. মোল্লা সাইফুল আলম (নরসিংদী)১১. ফারহানা ফেরদৌস (ময়মনসিংহ)১২. কামরুন নাহার রুমি (শেরপুর)১৩. শওকত হোসেন (ঢাকা)১৪. মোহাম্মদ এরফান উল্লাহ (সিরাজগঞ্জ)১৫. সাইফুল আলম চৌধুরী (হবিগঞ্জ)

এই অনুসন্ধান পরিচালনা করছেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক আব্দুল্লাহ মাল মামুন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে