ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আদালতে আবার আলোচনায় সৈকত

২০২৫ এপ্রিল ২৩ ১৭:৫৪:৪১
আদালতে আবার আলোচনায় সৈকত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের একটি বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে আদালতের পরিবেশ। বুধবার (২৩ এপ্রিল) রিমান্ড শুনানির সময় দেয়া তার একটি মন্তব্য ঘিরে শুরু হয় হট্টগোল।

আদালতে দাঁড়িয়ে সৈকত বলেন, “ছাত্রলীগ খুনি দল না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, আছি। আমি ছাত্রলীগের গর্বিত কর্মী। আমি ছাত্রলীগে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটিও হত্যাকাণ্ড হয়নি।”

এই বক্তব্যে উপস্থিত আইনজীবীরা তীব্র প্রতিক্রিয়া দেখান। অনেকে তাকে “সন্ত্রাসী”, “খুনি” বলে চিৎকার করতে থাকেন এবং থামতে বলেন। কিন্তু সৈকত থামেননি।

তিনি আবার বলেন, “আমি দৃঢ়ভাবে বলতে চাই…” তখন আবার courtroom-এ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক আদালতের পরিবেশ শান্ত রাখতে হস্তক্ষেপ করেন।

এ সময় সিনিয়র আইনজীবী শাজাহান খান বলেন, “একজন বন্দি কথা বলতেই পারবে না, সেটা কেমন কথা? কথা বলার সময় যদি আইনজীবীরা থ্রেট করেন, তাহলে আদালতকেই এর বিচার করতে হবে।”

পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, “আসামিদেরও আদালতের পরিবেশ নষ্ট না করার দায়িত্ব রয়েছে। এমন কিছু বলবেন না যা বিশৃঙ্খলা তৈরি করে।”

শুনানি শেষে আদালত সৈকতের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসা সৈকত গত বছর (১৪ আগস্ট) রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে