ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ফের বাড়লো পেঁয়াজের দাম

২০২৫ এপ্রিল ২৩ ১৬:৪৮:০৪
ফের বাড়লো পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার হাটবাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২৫ থেকে ২৭ টাকা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৫০-৫২ টাকায়। হঠাৎ এ মূল্যবৃদ্ধিতে চরম অসন্তোষে ভুগছেন সাধারণ ভোক্তারা।

স্থানীয় একটি বাজারে রিকশাচালক বলেন, “কয়দিন আগেও ২৫ টাকায় ভালো মানের পেঁয়াজ কিনতাম, এখন দিতে হচ্ছে ৫২ টাকা। এত দাম বাড়লে চলবে কী করে?”

ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, “রমজানে চাপ থাকলেও দাম বাড়েনি। এখন হঠাৎ এমন কী হলো?”

খুচরা ব্যবসায়ীরা জানান, পাবনা, ফরিদপুর, রাজশাহী, তাহেরপুর ও নাটোর থেকে পেঁয়াজের সরবরাহ থাকলেও কিছু পাইকারি ব্যবসায়ী মজুদ শুরু করায় বাজারে সংকট তৈরি হয়েছে। এর ফলে পাইকারি ও খুচরা উভয় বাজারেই মূল্য বেড়েছে।

পাইকারি ব্যবসায়ী দীপক কুমার বলেন, “মোকামে দাম বাড়ায় আমরাও বেশি দামে কিনতে বাধ্য হচ্ছি। কৃষকরাও পেঁয়াজ মজুদ করছেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী জানান, “বাজার মনিটরিংয়ের মাধ্যমে পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনের কারণ খতিয়ে দেখা হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে