ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হেফাজতের মামলায় বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন আসিফ নজরুল

২০২৫ এপ্রিল ২৩ ১৭:৪২:১০
হেফাজতের মামলায় বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি বলেন, "ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের ওপর নানাভাবে নির্যাতন ও হয়রানি চালানো হয়েছিল। এর একটি বড় অংশ ছিল মিথ্যা মামলা। কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা আমার সঙ্গে দেখা করে মামলার একটি তালিকা দিয়েছেন। তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।"

তিনি আরও জানান, হেফাজতের নেতারা ব্লগার অভিজিৎ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীর বিষয়ে সহযোগিতা চেয়েছেন। এ বিষয়ে ড. আসিফ বলেন, "এটি উচ্চ আদালতে বিচারাধীন। আমরা অ্যাটর্নি জেনারেলের দপ্তরকে বলেছি, ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।"

স্ট্যাটাসের শেষে তিনি দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়ে বলেন, "দোয়া করবেন, যেন মজলুম মানুষের জন্য কাজ করে যেতে পারি।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে