ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

এস আলমের আরও ৪০৭ কোটি টাকার জমি ক্রোকের আদেশ

২০২৫ এপ্রিল ২৩ ২১:১৮:৩০
এস আলমের আরও ৪০৭ কোটি টাকার জমি ক্রোকের আদেশ

নিজস্ব প্রতিবেদক: এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত ১৫৯.১৫ একর জমি ক্রোকের আদেশ দিয়েছেন। এই জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৪০৭ কোটি টাকা।

আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে, সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন এবং সেই অর্থ দিয়ে দেশে-বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তারা এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন, যা তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।​

এর আগে আদালত সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন, যেগুলোর মোট অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ৬১৯ কোটি টাকা।

এছাড়া, আদালত সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করেছেন। এই শেয়ারের মোট মূল্য প্রায় ৫ হাজার ১০৯ কোটি টাকা।

এসব পদক্ষেপের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে মানিলন্ডারিং ও অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে। আদালতের আদেশে বলা হয়েছে, এই সম্পদগুলো হস্তান্তর হয়ে গেলে পরবর্তী সময়ে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে, তাই এগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।​

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে