ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

৭ দিনের মধ্যে ৬ দিন ছুটি

২০২৫ এপ্রিল ২২ ১১:০১:৩১
৭ দিনের মধ্যে ৬ দিন ছুটি

নিজস্ব প্রতিবেদক: ভাবুন তো, প্রতি সপ্তাহে অফিস করতে হবে মাত্র এক দিন, আর বাকি ছয় দিন শুধুই বিশ্রাম ও নিজের মতো করে সময় কাটানো! এটা শুনলে অনেকেরই অলীক কল্পনা মনে হতে পারে। তবে বাস্তবে এমনই কর্মব্যবস্থা চালু রয়েছে এক দেশের মানুষদের জীবনে।

বিশ্ব যখন কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করছে, তখন অনেক দেশ চার দিনের কর্মসপ্তাহ চালু করে ইতিবাচক ফল পাচ্ছে। এতে কর্মীদের উৎপাদনশীলতা যেমন বেড়েছে, তেমনি কমেছে মানসিক চাপ। অনেকে এখন স্থায়ীভাবে কম কর্মঘণ্টার দিকেই ঝুঁকছে।

তবে এরই মধ্যে ভানুয়াতু নামে প্রশান্ত মহাসাগরের এক ছোট দ্বীপরাষ্ট্র একেবারে ভিন্ন পথে নজির গড়েছে—সপ্তাহে মাত্র এক দিন কাজ করে!সিএনবিসি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মানুষ গড়ে শুধু ২৪.৭ ঘণ্টা কাজ করেন সপ্তাহে, যা কার্যত একদিনের সমান।

এটা কীভাবে সম্ভব? এর পেছনে রয়েছে ভানুয়াতুর সমাজের জীবনবোধ। এই দেশের মানুষ কাজের চেয়ে ব্যক্তিগত সুখ, পারিবারিক সময় ও সামাজিক সম্প্রীতিকে বেশি গুরুত্ব দেয়। তারা বিশ্বাস করে, জীবনের সঙ্গে তাল মিলিয়ে, চাপমুক্তভাবে কাজ করাই উচিত।

বিশেষজ্ঞদের মতে, কম কাজ মানেই কম উৎপাদনশীলতা নয়। বরং কর্মীদের স্বাস্থ্য ভালো থাকলে তারা বেশি উদ্ভাবনী ও দক্ষতা প্রদর্শন করতে পারে। ভানুয়াতু এর জীবন্ত উদাহরণ।

অন্যদিকে, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর তথ্যে দেখা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চিত্র একেবারেই ভিন্ন। ভুটানে ৬১% কর্মজীবী সপ্তাহে ৪৯ ঘণ্টার বেশি কাজ করেন।

ভারতে ৫১%, বাংলাদেশে ৪৭% এবং পাকিস্তানে ৪০% মানুষ দীর্ঘ সময় কাজ করছেন, যার ফলে তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।

তবে শুধু ভানুয়াতুই নয়, বিশ্বের আরও অনেক দেশ এখন কর্মঘণ্টা কমানোর দিকে আগ্রহী। আইসল্যান্ড, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড এবং স্পেন-এ পরীক্ষামূলকভাবে চার দিন অফিস চালু করে দেখা গেছে, এতে উৎপাদনশীলতা বেড়েছে। এমনকি সৌদি আরবের একটি কোম্পানিও এ ব্যবস্থায় কাজ করছে।

সব মিলিয়ে পরিষ্কার—জীবনের মান উন্নয়নে শুধু অর্থ নয়, সময়ও গুরুত্বপূর্ণ। ভানুয়াতুর মতো দেশগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ কর্মজীবনের জন্য 'কম কাজ, বেশি বিশ্রাম' হতে পারে ভবিষ্যতের আদর্শ।

মুসআব/

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে