ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

দেশে স্বর্ণের ইতিহাসে সর্বোচ্চ দাম

২০২৫ এপ্রিল ২২ ০৯:৩৭:২৫
দেশে স্বর্ণের ইতিহাসে সর্বোচ্চ দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দামে আবারও রেকর্ড বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এবার ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে থেকে ভরিতে ৪ হাজার ৭১৩ টাকা বেশি।

সোমবার (২১ এপ্রিল) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। নতুন এ দাম মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

নতুন দামের তালিকায় দেখা যাচ্ছে,

২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম হবে ১,৬৪,৬৯৬ টাকা,

১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৪১,১৬৯ টাকা,

আর সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি ভরি ১,১৬,৭৮০ টাকায় বিক্রি হবে।

তবে স্বর্ণের দাম বাড়লেও, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

বর্তমানে বাজারে রুপার দাম রয়েছে:

২২ ক্যারেট: ২,৫৭৮ টাকা,

২১ ক্যারেট: ২,৪৪৯ টাকা,

১৮ ক্যারেট: ২,১১১ টাকা,

সনাতন পদ্ধতি: ১,৫৮৬ টাকা প্রতি ভরি।

বাজুসের পক্ষ থেকে বরাবরের মতো এবারও বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে