ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

পতনের অজানা গন্তব্যে দেশের শেয়ারবাজার, বিনিয়োগকারীদের আহাজারি

২০২৫ এপ্রিল ২১ ১৫:৫৮:৩৩
পতনের অজানা গন্তব্যে দেশের শেয়ারবাজার, বিনিয়োগকারীদের আহাজারি

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার যেন দীর্ঘদিন ধরেই এক রহস্যময় পতনের পথে হাঁটছে। প্রতিদিনই সূচকের নিম্নগতি এবং লেনদেনে ধস সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে গভীর হতাশা তৈরি করছে। বাজারে মুনাফা তো দূরের কথা, এখন পুঁজি টিকিয়ে রাখাই যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির শেয়ারদাম পড়ে গেছে ফেসভ্যালুর কাছাকাছি কিংবা নিচে। একদিকে মুনাফাহীন কোম্পানির লাগামহীন দরবৃদ্ধি, অন্যদিকে ভালো কোম্পানির অযৌক্তিক দরপতন বিনিয়োগকারীদের দিশেহারা করে তুলেছে।

বিনিয়োগকারীদের অভিযোগ, বাজারে স্বচ্ছতা নেই, নেই যথাযথ তদারকি। কারসাজির অভিযোগ বহুদিনের, কিন্তু কার্যকর প্রতিরোধের অভাবে এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। প্রতিরোধ যাও হচ্ছে, তাও ক্রমাগত বিতর্কের মুখে পড়ছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে আস্থা ফিরিয়ে আনতে হলে কেবল নজরদারি বাড়ানোই যথেষ্ট নয়, বরং সুশাসন ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর দিকেও নজর দিতে হবে।

হতাশায় নিমজ্জিত ক্ষুদ্র বিনিয়োগকারীরা বলছেন, “আমরা মনে করেছিলাম বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরবে, কিন্তু এখন তো পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। পুঁজির সুরক্ষা নিয়েই শঙ্কায় থাকতে হচ্ছে।”

বিশ্লেষকরা মনে করছেন, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে জরুরি ভিত্তিতে দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কার প্রয়োজন, নতুবা শেয়ারবাজার ক্রমেই আরও অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ নিয়ে টানা ৬ কর্মদিবস পতনের ধারায় রয়েছে দেশের শেয়ারবাজার। এই ৬ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৬০ পয়েন্ট এবং ডিএসইর বাজার মূলধন কমেছে ৪ হাজার ৬১৪ কোটি টাকা। আজ ডিএসইর সূচক কমেছে প্রায় ৩০ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ২ হাজার ১২১ কোটি টাকা।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

আজ (সোমববার) ডিএসইর প্রধান সূচক ২৯.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৮.৮৮ পয়েন্ট কমে ১ হাজার ১২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.১৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ২৫৮ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ০৮ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৩টির, কমেছে ২৩৪টির এবং পরিবর্তন হয়নি ৬০টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

সিএসইতে আজ ৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৩৫ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৫ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৬১.১২ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে