ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

নির্বাচনের আগে ‘দেখার মতো দুই কাজ’ চায় এনসিপি

২০২৫ এপ্রিল ১৯ ১৭:০১:৪৯
নির্বাচনের আগে ‘দেখার মতো দুই কাজ’ চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে অন্তর্বর্তী সরকারের দুটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই দৃশ্যমান হতে হবে—এক, গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড ও দমন-পীড়নের অভিযোগে দায়ীদের বিচার এবং দুই, রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কার। শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট এজেন্ডা ও ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, তাই তাদের উচিত হবে সেই বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের পরিবেশ তৈরি করা।

এনসিপি বলছে, কেবল নির্বাচন আয়োজন নয়, তার আগে জনগণের আস্থার জায়গাগুলো পুনর্গঠন জরুরি। দলের নেতারা বলেন, সংবিধান পুনর্লিখনের প্রয়োজন রয়েছে, কারণ বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে অপ্রত্যাশিত ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে, যা স্বৈরশাসনের পথ উন্মুক্ত করে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, তারা সরকারের ১৬৬ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে ১২৯টির সঙ্গে একমত হয়েছেন। বিশেষ করে নাগরিক অধিকার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং সংসদ সদস্যদের স্বাধীন মতামতের নিশ্চয়তা প্রদান—এই তিনটি বিষয়ে তারা জোর দিয়েছেন।

সংলাপে আরও বলা হয়, ৭০ নম্বর অনুচ্ছেদের মাধ্যমে সংসদ সদস্যদের কণ্ঠরোধ করা হয়েছে, ফলে সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এনসিপি চায়, অতীতের মতো সহিংস রাজনৈতিক রূপান্তরের পুনরাবৃত্তি না হয়ে বরং একটি কাঠামোবদ্ধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য পদ্ধতিতে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হোক।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে