ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

কুমিল্লায় জামায়াতের চার প্রার্থী ঘোষণা

২০২৫ এপ্রিল ১৯ ১৪:২২:০৭
কুমিল্লায় জামায়াতের চার প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) লাকসাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত লাকসাম পৌর ও উপজেলা কর্মী সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ঘোষিত প্রার্থীরা হলেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনে অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনে মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাত এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, “কুমিল্লার চারটি আসনে এই প্রার্থীদের কেন্দ্রের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হলো। এখন আমাদের দায়িত্ব তাদের বিজয়ী করতে মাঠে নামা।” তিনি আরও জানান, প্রত্যেক ভোটকেন্দ্রে জামায়াতের সমর্থন নিশ্চিত করতে হবে এবং ভোটারদের মাঝে সহযোগী ফরম বিতরণ করে সংগঠনের বিস্তৃতি ঘটাতে হবে।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা লাকসামকে জেলা ঘোষণাসহ একাধিক উন্নয়ন দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে মেডিক্যাল কলেজ স্থাপন, রেলপথ সম্প্রসারণ, চার লেন সড়ক নির্মাণ এবং কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে