ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত

২০২৫ এপ্রিল ১৯ ১৪:১২:১৮
সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: ভরা মৌসুমে হঠাৎ করে পেঁয়াজের কেজি ২৫ থেকে ৩৫ টাকা বেড়ে ৬৫-৭০ টাকা ছুঁয়েছে। রমজান মাসে বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও ঈদের পরে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এই লাগামহীন মূল্যবৃদ্ধিতে নড়েচড়ে বসেছে সাধারণ ক্রেতা থেকে শুরু করে বাজার বিশ্লেষকরাও।

বিশেষজ্ঞদের দাবি, দেশের বাজারে একাধিক ‘সিন্ডিকেট’ আবারও সক্রিয় হয়ে উঠেছে। ভারতের পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাতে দেশের বাজারে সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির এই পরিকল্পনা বাস্তবায়ন করছে তারা। লক্ষ্য একটাই অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলা।

রাজধানীর কাওরান বাজারের একাধিক পাইকারি বিক্রেতা জানান, ঈদের আগে ২৫-৩০ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়। রমজানে স্বস্তির বাজার থাকলেও এখন তা আর নেই। কিছু অসাধু ব্যবসায়ী ‘ভরা মৌসুমের পেঁয়াজ’ মজুত করে রাখছে, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই চক্রটি আগামী ২–৩ মাসের মধ্যে পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়ে যেতে পারে, যদি এখনই কার্যকর তদারকি ও ব্যবস্থা গ্রহণ না করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, পেঁয়াজের বাজারে অস্বাভাবিক দাম বাড়ানোর পেছনে কারা জড়িত তা চিহ্নিত করতে তিন স্তরে নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, “সরকারের কাছে তথ্য থাকা উচিত, কারা বাজার নিয়ন্ত্রণ করছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

এদিকে রাজধানীর যাত্রাবাড়ীর বাজারে আসা মো. শামছুজ্জামান তুর বলেন, “ঈদের পরে হঠাৎ করেই বাজারে আগুন লেগে গেছে। পেঁয়াজ, সবজি কোন কিছুর দামই নিয়ন্ত্রণে নেই। সরকারের উচিত বাজার মনিটরিং বাড়ানো।”

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে