ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল

২০২৫ এপ্রিল ১৯ ১২:৫১:২৯
ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন করে দিয়ে যাবে না। যা কিছু করার, তা আমাদেরকেই করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানে যেমন সবাই এক হয়ে কাজ করেছিল, তেমনি এখনো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিত ‘বাংলাদেশের ক্ষমতায়ন: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব মন্তব্য করেন। তিনি আরো বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের পরিস্থিতি ও ভবিষ্যৎ ভালো হবে।"

এ সময় মির্জা ফখরুল আমেরিকার সম্প্রতি আরোপ করা শুল্কের বিষয়ে বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া বাড়তি শুল্ক আমাদের জন্য কিছুটা সমস্যার সৃষ্টি করেছে। যদি শুল্কের এই বাড়তি চাপ দ্রুত সমাধান না হয়, তবে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।"

এছাড়া তিনি দেশের কৃষিখাতের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কৃষকদের প্রতি গুরুত্ব প্রদান করা হলে দেশের অর্থনীতি পুনরুদ্ধার হতে পারে।

অপরদিকে, ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, "ড. ইউনূস সাহেবের হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন। আমি আশা করি তিনি সফল হবেন।"

তিনি শেষ করে বলেন, "আমাদের নিজেদের সাহায্য করতে হবে, একে অপরকে সহযোগিতা করতে হবে।"

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে