ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

কাদের- হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

২০২৫ এপ্রিল ১৯ ১২:৪৯:২২
কাদের- হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জন সাবেক মন্ত্রী, উপদেষ্টা ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)-এ 'রেড নোটিশ' জারির জন্য আবেদন করেছে বাংলাদেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (NCB)। শনিবার (১৯ এপ্রিল) পুলিশের একটি দায়িত্বশীল সূত্র এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, শেখ হাসিনা ছাড়াও রেড নোটিশের তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মেয়র শেখ ফজলে নূর তাপস, প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

আবেদনের পেছনে দুটি বড় ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে—এক, মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততা এবং দুই, আর্থিক দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন। বিশেষ করে বেনজীর আহমেদের বিরুদ্ধে ফিনান্সিয়াল ক্রাইমের প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ১০ এপ্রিল আবেদনটি ইন্টারপোলে পাঠানো হয় এবং এটি তিনটি ধাপে বিভক্ত ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের অনুমোদন সাপেক্ষে, আবেদনটি প্রক্রিয়াভুক্ত হয়। ইন্টারপোল এখন সেই আবেদনের তথ্য যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এই পদক্ষেপটি বাংলাদেশে চলমান রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়ার একটি বড় দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে