ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

ছাত্রলীগ-আ. লীগের মিছিল প্রসঙ্গে ডিএমপির বক্তব্য

২০২৫ এপ্রিল ১৯ ১২:৩৭:৩৩
ছাত্রলীগ-আ. লীগের মিছিল প্রসঙ্গে ডিএমপির বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: ডিএমপির পক্ষ থেকে আজ (১৯ এপ্রিল ২০২৫) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সমমনা কিছু সংগঠন রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে ঝটিকা মিছিল করছে। এই মিছিলগুলোর উদ্দেশ্য হলো জনমনে আতঙ্ক সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব সংগঠনের সদস্যরা পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করে নির্দিষ্ট স্থানে গাড়ি থেকে নেমে দুই-এক মিনিটের জন্য দ্রুত মিছিল করে আবার ঘটনাস্থল ত্যাগ করে। এরপর তারা সেই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করে।

তবে তাৎক্ষণিকভাবে সবাইকে আটক করা না গেলেও, পরে ভিডিও ও ছবি বিশ্লেষণ করে অনেককে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ডিএমপি। এসব বেআইনি ও জনবিচ্ছিন্ন সংগঠনের অপতৎপরতা দমন করতে পুলিশ সক্রিয় রয়েছে বলেও জানানো হয়েছে।

সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে, এসব বিচ্ছিন্ন ঘটনার কারণে অহেতুক আতঙ্কিত না হতে এবং পরিস্থিতি নিয়ে বিভ্রান্ত না হতে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে