ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

সন্তান নয়, শখই বড় : সন্তান বিক্রির অভিযোগে তোলপাড়

২০২৫ এপ্রিল ১৮ ১৩:২৭:৩৯
সন্তান নয়, শখই বড় : সন্তান বিক্রির অভিযোগে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: ​টাঙ্গাইলের মধুপুরে এক মায়ের বিরুদ্ধে নিজের চার মাস বয়সী সন্তানকে বিক্রি করার অভিযোগ উঠেছে। জানা যায়, ওই মা সন্তান বিক্রির টাকা দিয়ে শখ পূরণের জন্য মোবাইল ফোন, পায়ের নূপুর ও নাকের নথ কিনেছেন। ঘটনাটি ঘটেছে মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় স্বামী থানায় অভিযোগ জানালে পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লাবনী আক্তার লিজার দুই বছর আগে বিয়ে হয়। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের এ বিয়ে। বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের আর্থিক অসচ্ছলতা তাদের সংসারে কলহ সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দিতে রবিউল বাড়ির পাশেই আলাদা ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। চার মাস আগে তাদের ঘরে একটি পুত্রসন্তান জন্ম নেয়।

সম্প্রতি, লাবনী আক্তার তার সন্তান তামিমকে সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন। এ কাজে তাকে একজন মনির নামের ব্যক্তি সহায়তা করে। পরে সেই টাকা দিয়ে লাবনী নিজের জন্য মোবাইল ফোন, গয়না ও অলংকার কেনেন।

স্বামী রবিউল ইসলাম জানান, তার স্ত্রী কয়েকদিন আগে ছেলেকে নিয়ে বোনের বাড়ি ভূঞাপুরে যান। পরে তাকে বাড়ি ফিরতে বললে দুর্ব্যবহার করেন এবং সংসার করবেন না বলে জানিয়ে দেন। এক পর্যায়ে সন্তান বিক্রির কথা স্বীকার করেন। পরে কৌশলে লাবনীকে ডেকে এনে বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।

এ বিষয়ে লাবনী আক্তার বলেন, “আমার মাথা ঠিক ছিল না। আমি ভুল করেছি। মনিরের সহযোগিতায় ছেলেকে বিক্রি করেছি এবং সেই টাকায় মোবাইল, নূপুর ও নথ কিনেছি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বলেন, “লাবনী নামের এক মা তার সন্তানকে বিক্রি করেছেন বলে আমাদের জানিয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে