ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

হাসনাতের শিষ্টাচার মন্তব্যে এনসিপি নেতা মুশফিকের প্রতিক্রিয়া

২০২৫ এপ্রিল ১৮ ১২:১১:১৭
হাসনাতের শিষ্টাচার মন্তব্যে এনসিপি নেতা মুশফিকের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: ​জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন হাসনাত আবদুল্লাহর শিষ্টাচার সংক্রান্ত বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন। মঙ্গলবার বিকালে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, "যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।" তিনি আরও বলেন, "যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতিশীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনি করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।"

হাসনাতের এই বক্তব্য নিয়ে মুশফিক উস সালেহীন একটি টক শোতে বলেন, "যখন আমরা দেখি, অনেক রাজনৈতিক নেতারা সরাসরি বলছেন ‘সংস্কার বাতিল করে দেব’, তখন সেটিকে আমরা কীভাবে গ্রহণ করব—গম্ভীরভাবে, নাকি কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবে?"

মুশফিক বলেন, হাসনাত আবদুল্লাহর বক্তব্য রাজনৈতিক বাস্তবতার অংশ। তিনি উল্লেখ করেন, "হাসনাত আবদুল্লাহ যেভাবে জুলাইয়ের অভ্যুত্থানে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এবং গুম-দমন-পীড়নের পরেও দৃঢ় অবস্থানে থেকেছিলেন, তার বর্তমান বক্তব্য সেই ধারাবাহিকতারই অংশ।"

তিনি আরও বলেন, "যারা জুলাই-আগস্ট মাসে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন, তারা আজও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন।"

মুশফিক উস সালেহীন এই মন্তব্যের মাধ্যমে হাসনাতের বক্তব্যকে রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করার আহ্বান জানান এবং বলেন, "এটি বিচ্ছিন্নভাবে নয়, বরং একটি দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ হিসেবে বোঝা উচিত।"

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে