ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে ১,১০৭ কোটি টাকা

২০২৫ এপ্রিল ১৮ ০৮:৪৬:০৪
সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে ১,১০৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৭.৯০ পয়েন্ট কমে গেছে, যা ২.০৭ শতাংশ হ্রাস। একই সঙ্গে ডিএসই-৩০ এবং ডিএসইএস সূচকেও যথাক্রমে ২.৭২ ও ২.৪৯ শতাংশ পতন হয়েছে। এতে এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ১ হাজার ১০৭ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ৫৩৬ কোটি টাকায়।

লেনদেনেও বড় ধস দেখা গেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১,৫৯৬ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৮৪০ কোটি টাকা কম। গড় দৈনিক লেনদেন ১৮ শতাংশ কমে এসেছে ৩৯৯ কোটি টাকায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধরনের পতন লক্ষ্য করা গেছে। সিএএসপিআই ও সিএসসিএক্স সূচক যথাক্রমে ১.৭২% ও ১.৬৮% কমেছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে মাত্র ৩২ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১১ কোটি টাকা কম।

কেএইচ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে