ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

ওয়ান ব্যাংকের জন্য ৪০০ কোটি টাকা তুলল ইউসিবি ইনভেস্টমেন্ট

২০২৫ এপ্রিল ১৭ ২১:১০:৫৫
ওয়ান ব্যাংকের জন্য ৪০০ কোটি টাকা তুলল ইউসিবি ইনভেস্টমেন্ট

নিজস্ব প্রতিবেদক: ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে ওয়ান ব্যাংক পিএলসি’র জন্য “ওয়ান ব্যাংক সাবঅর্ডিনেটেড বন্ড”-এর মাধ্যমে ৪০০ কোটি টাকার মূলধন উত্তোলন সম্পন্ন করেছে।

সম্প্রতি ওয়ান ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বন্ড ইস্যুর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে সহায়তা করবে, যা ব্যাংকের আর্থিক ভিত্তি মজবুত করার পাশাপাশি ব্যবসায়িক সম্প্রসারণ ও প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কৌশলগত উদ্যোগ গ্রাহকসেবার পরিধি সম্প্রসারণ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব শাব্বির আহমেদ

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তানজিম আলমগীর

উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

কেএইচ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে