ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

নতুন করে ভারতকে দুঃসংবাদ দিলো বাংলাদেশ

২০২৫ এপ্রিল ১৫ ১৬:৪১:৫১
নতুন করে ভারতকে দুঃসংবাদ দিলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৫ এপ্রিল) এনবিআরের জারি করা একটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। নতুন এই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।

এর ফলে এখন থেকে ওই সব স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি করা যাবে না তবে সমুদ্রপথে বা অন্য কোনো পথে আমদানির সুযোগ থাকবে।

এটি ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা একটি প্রজ্ঞাপনের সংশোধনী। বস্ত্র শিল্পখাতের স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে ফেব্রুয়ারি মাসে বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এনবিআরের কাছে স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি বন্ধের দাবি তোলে।

পরবর্তীতে মার্চে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এক চিঠিতে এনবিআরকে অনুরোধ করে দেশের তৈরি সুতার ব্যবহার বাড়ানোর স্বার্থে স্থলপথে সুতা আমদানি বন্ধ করতে।

চিঠিতে উল্লেখ করা হয় সীমান্তসংলগ্ন স্থলবন্দর ও কাস্টম হাউসগুলোতে আন্তর্জাতিক মান অনুযায়ী সুতা কাউন্ট নির্ণয়ের জন্য প্রয়োজনীয় অবকাঠামো এখনো তৈরি হয়নি। তাই সেসব স্থলবন্দর দিয়ে আমদানির বদলে সমুদ্রবন্দর ব্যবহারের সুপারিশ করা হয়।

ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করে সেখান থেকে বাংলাদেশে আনা হয়। তুলনামূলক কম দাম হওয়ায় অনেক কারখানা দেশীয় সুতার পরিবর্তে এই ভারতীয় সুতার ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। বিটিএমএ’র মতে এই প্রবণতা দেশের স্থানীয় বস্ত্রশিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

স্থানীয় শিল্প রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। এর মাধ্যমে দেশীয় টেক্সটাইল খাত আরও প্রতিযোগিতামূলক ও টেকসই হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে