ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

কুয়েটে সংঘর্ষের জেরে বড় সিদ্ধান্ত, বহিষ্কার ৩৭ জন

২০২৫ এপ্রিল ১৫ ১১:১০:৩৫
কুয়েটে সংঘর্ষের জেরে বড় সিদ্ধান্ত, বহিষ্কার ৩৭ জন

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২ মে থেকে আবাসিক হল খুলে দেওয়া হবে এবং ৪ মে থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হবে।

সোমবার (১৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ও ১৯ ফেব্রুয়ারির ঘটনার প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিলগালা অবস্থায় সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয় এবং তা গ্রহণ করা হয়। তদন্তে অভিযুক্ত ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি ছাত্র শৃঙ্খলা কমিটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এ সিদ্ধান্তে অসন্তুষ্ট আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীরা বলেন, “কুয়েট প্রশাসন শিক্ষার্থী বান্ধব হওয়ার কথা থাকলেও আমাদের খোলা আকাশের নিচে রাখছে। যতক্ষণ পর্যন্ত হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত প্রত্যাহার না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”

উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক আহত হন। এরপর ২৫ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে