ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

আকাশে আবু সাঈদ-মুগ্ধের উপস্থিতি, লাখো জনতা স্তব্দ

২০২৫ এপ্রিল ১৪ ২১:৪৯:৪০
আকাশে আবু সাঈদ-মুগ্ধের উপস্থিতি, লাখো জনতা স্তব্দ

নিজস্ব প্রতিবেদক: নতুন বছর, নতুন বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হলো এক অনন্য বৈশাখী আয়োজন—বর্ণাঢ্য ‘ড্রোন শো’।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই নজরকাড়া শোর আয়োজন করা হয়।

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ শোতে ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয় ভিজ্যুয়াল প্রতিকৃতির মাধ্যমে। ফুটে ওঠে ‘২৪-এর বীর’দের প্রতিকৃতি, পায়রার খাঁচা ভাঙার প্রতীক, ফিলিস্তিনের জন্য সংহতি জানানো বার্তা এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছা।

লক্ষাধিক দর্শক মুগ্ধ চোখে দেখেছেন বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে শহীদ মুগ্ধ এবং রিকশায় দাঁড়িয়ে সালাম জানানো শিক্ষার্থীদের প্রতিকৃতি। প্রতীকীভাবে স্থান পেয়েছে জুলাই আন্দোলন, গণ-অভ্যুত্থান ও সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদ আন্দোলনের ঝলকও।

এর আগে বিকেল ৩টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয় বৈশাখী কনসার্ট। গানে-নাচে মুখরিত হয় মানিক মিয়া এভিনিউ। উৎসবের রঙে রাঙা হাজারো মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতিতে রাস্তাজুড়ে সৃষ্টি হয় এক বিশাল আনন্দমেলা।

গান, নাচ, আর স্মৃতির সংমিশ্রণে এবারের নববর্ষের আয়োজন হয়ে উঠেছে জাতির আত্মপরিচয়ের এক দৃপ্ত প্রকাশ—যেখানে অতীত ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট মিলেছে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে