ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

জুলাই গণহত্যায় অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

২০২৫ এপ্রিল ১৪ ২২:১০:৪২
জুলাই গণহত্যায় অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার ওয়ারেন্টভুক্ত আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, নরসিংদীতে গণহত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হন তারা। গ্রেপ্তারের পর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে গত রোববার দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং পরে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।

অনির্বান চৌধুরী গত বছর জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদীতে কর্মরত ছিলেন। এরপর ৭ অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশের সঙ্গে যোগ দেন।

অন্যদিকে, সাইফুল ইসলাম ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব পালন করছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৮ জুলাই নরসিংদীতে পুলিশের গুলিতে দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূইয়া নিহত হন। তাহমিদের মৃত্যু দেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টিকারী হয় এবং এরপর তার লাশ নিয়ে প্রতিবাদের সময় আবারও গুলি চালানো হয়, যাতে আরও একজন প্রাণ হারান।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে